সাদার্ন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের বিদায় অনুষ্ঠান

4321

সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের কম্পিউটার সায়েন্স বিভাগের বিদায় অনুষ্ঠান সম্প্রতি নগরীর হোটেল পেনিন সুলার ডালিয়া হলে অনুষ্ঠিত হয়। কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধান প্রফেসর ড. আবুল মনসুর চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের(ইউজিসি) সচিব ড. মো. খালেদ। আরও উপস্থিত ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা, সাদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. শরীফুজ্জামান, রেজিস্ট্রার ড. মনতাজুল ইসলাম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি’র সচিব বলেন, শিক্ষার মানোন্নয়নের জন্য সব চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে প্রাইমারি লেভেলে। শিক্ষার শুরুটাই যদি ভালো না হয় তাহলে উচ্চতর শিক্ষায় কাঙ্খিত ফলাফল আসবে না। উন্নত দেশগুলোতে প্রাথমিক শিক্ষাকে মূল ভিত্তি হিসেবে দেখা হয়। গুণগত শিক্ষার মাধ্যমে দেশের উন্নয়ন ঘটাতে হবে অর্থাৎ শিক্ষাই হবে দেশের মূল চালিকা শক্তি। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। শিক্ষার মান নিশ্চিতকরণে ইউজিসি’র সাথে বিশ্ববিদ্যালয় গুলো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার কাঙ্খিত মান অর্জন ইউজিসি’র একমাত্র উদ্দেশ্য।
উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা বলেন,ইউজিসির আন্তরিক প্রচেষ্টায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান বেড়েছে। দেশের কাঙ্খিত উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নেই। প্রযুক্তিকে কাজে লাগিয়ে শিক্ষার সর্বোচ্চ প্রয়োগ ঘটাতে হবে। বর্তমান প্রতিযোগিতা বিশ্বে কম্পিউটার বিজ্ঞানে ডিগ্রিধারীদের বেশ কদর। শুধুমাত্র চাকরী নির্ভর না হয়ে নিজের সৃষ্টিশীলতা দিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।
উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান বলেন, সরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশের বেসরকারি বিশ্ববিদ্যায়গুলো উচ্চ শিক্ষায় উল্লেখযোগ্য অবদান রাখছে। বেসরকারি বিশ্ববিদ্যায়ের কল্যাণে দেশের বিশাল জনগোষ্ঠীর উচ্চ শিক্ষার পথ উন্মুক্ত হয়েছে। দেশের নবীন বেসরকারি বিশ্ববিদ্যায়গুলোর অবকাঠামোসহ বিভিন্ন উন্নয়নে ইউজিসি ও সরকারের আন্তরিক সহযোগিতা অব্যাহত থাকবে এটাই প্রত্যাশা।
আলোচনার পর আমন্ত্রিত অতিথি কম্পিউটার সায়েন্স বিভাগের প্রকাশনা ম্যাগাজিন সিলিকন-২০১৭ এর মোড়ক উন্মোচন করেন।

Attachment
Show Buttons
Hide Buttons