Hotline : +8801911882764| email : info@southern.ac.bd
Menu

HEQEP (UGC) Funded Sub-Project (C-020)


Recent Notice : -Reqruitment Notice -( Published on -05/10/2017)

 

কোটেশন আহবান (Published on : 20/04/2016)

 

কোটেশন আহবান- (Published on: 25/03/2016)

 

 

 

Recent Events : -

উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে “ডাটা ম্যানেজমেন্ট, সেল্ফ এসেসমেন্ট রিপোর্ট রাইটিং এবং পোস্ট সেল্ফ এসেসমেন্ট ইমপ্রুভমেন্ট প্ল্যান” বিষয়ক কর্মশালা

 

সাদার্ন ইউনিভার্সিটিতে বিশ্বব্যাংকের অর্থায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পরিচালিত হাইয়ার এডুকেশন কোয়ালিটি এনহেনসমেন্ট প্রজেক্টের (HEQEP) আওতায় উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী “ডাটা ম্যানেজমেন্ট, সেল্ফ এসেসমেন্ট রিপোর্ট রাইটিং এবং পোস্ট সেল্ফ এসেসমেন্ট ইমপ্রুভমেন্ট প্ল্যান” বিষয়ক কর্মশালা বুধবার ইউনিভার্সিটির কনফারেন্স রুমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেলের (IQAC) উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। শিক্ষকদের পাঠদান পদ্ধতিকে আরো যুগোপযোগী ও বিশ্বমানের করতে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রশিক্ষক ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের HEQEP-এর কোয়ালিটি এসিউরেন্স স্পেশালিস্ট প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী।
সাদার্ন ইউনিভার্সটির আইকিউএসি’র পরিচালক প্রফেসর এ.জে.এম নুরুদ্দীন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাদার্ন ইউনিভার্সটির প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা প্রফেসর সরওয়ার জাহান, প্রো-ভিসি প্রফেসর ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ, রেজিস্ট্রার ড. মনতাজুল ইসলাম চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, উপদেষ্টা, বিভাগীয় প্রধান, সেল্ফ এসেসমেন্ট কমিটির সদস্যবৃন্দসহ ।
পরে কর্মশালায় অংশ নেয়া শিক্ষকদের হাতে সনদপত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।




A contract was officially signed between the Southern University Bangladesh and University Grants Commission(UGC) on the 12th of January 2016 to set up an Institutional Quality Assurance Cell (IQAC) at the university. Vice-Chancellor Prof. Dr. Nurul Mustofa and Founder of the University Mr. Sarwar Jahan signed the contract for the establishment of Institutional Quality Assurance Cell at Southern University Bangladesh. IQAC is a Higher Education Quality Enhancement Project (HEQEP) in collaboration with the financial assistance of World Bank.